নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারী৷৷ ২০২৩ -র বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই নির্বাচনের কাজে নিযুক্ত দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা ময়দানমুখী৷ বিভিন্ন রাজনৈতিক দলের তেলিয়ামুরা শহরের বিভিন্ন প্রান্তে লাগানো প্রচার সজ্জা গুলি নির্বাচনী আইন অনুসারে বৈধ কি না, সেই ব্যাপারটি খতিয়ে দেখার জন্যই নির্বাচনী মহকুমা আধিকারিকরা ময়দানে চষে বেড়াচ্ছে৷ বৃহস্পতিবারের পর শুক্রবারও নির্বাচনী আধিকারিকরা নির্বাচনী আইনসিদ্ধ না এমন কিছু ফ্ল্যাগ, ব্যানার বাজেয়াপ্ত করে৷ আইনসিদ্ধ না এমন প্রচার-সজ্জা গুলি গাড়ি করে তুলে নিয়ে যায় চাকমাঘাট স্থিত রিটার্নিং অফিসারের অফিসে৷ অন্যদিকে নির্বাচনী আইন লাগু হতেই শহর সহ গ্রামীন এলাকাগুলিতে নিত্যদিন চলছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দ্বারা ফ্ল্যাগ মার্চ৷
2023-01-20

