বনমালীপুরে ভোট প্রচারে নামলেন কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারী৷৷  আসন্ন বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে কংসের নেতৃত্বে রাজ্যের সরকার গঠন হবে৷ দৃঢ়তার সঙ্গে এই দাবি করলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি গোপাল চন্দ্র রায়৷ শুক্রবার বনমালীপুর বিধানসভা কেন্দ্রের এক নম্বর ওয়ার্ডে রোড শো চলা কালে তিনি এই দাবি করেন৷ আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি একটি আসনও পাবে না বলে মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি গোপাল রায়৷  শুক্রবার বনমালীপুর বিধানসভা কেন্দ্রের এক নং বুথ এলাকায় রোড শো চলাকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই অভিমত ব্যক্ত করেন৷ গোপাল বাবু দাবি করেন এবার কংগ্রেসের নেতৃত্বে রাজ্যে সরকার গঠন হবে৷ রাজ্যের শান্তিকামী গণতন্ত্র প্রিয় জনগণ বিজেপির মত  দলকে ক্ষমতায় ফিরিয়ে আনবে না বলে তিনি উল্লেখ করেন৷ হিংসা, হামলা ,দমন পীড়ন চালিয়ে, বাইক বাহিনী লেলিয়ে দিয়ে ক্ষমতা দখলের দিন শেষ হয়ে গেছে৷ মানুষ ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে কংগ্রেস দলকে ক্ষমতায় ফিরিয়ে আনবে বলে তিনি দাবি করেন৷ গোপাল বাবু বলেন বেকার যুবক-যুবতী, সরকারি কর্মচারী কৃষক মজুর সহ সাধারণ মানুষ গত পাঁচ বছরে বিজেপির কার্যকলাপ লক্ষ্য করেছেন৷ বিজেপি সরকারের আমলে সব অংশের মানুষ বঞ্চিত অবহেলিত ও লাঞ্ছনার শিকার বলে তিনি উল্লেখ করেন৷