ধলাইয়ে বার্মিজ সুপারি সহ সিগারেট জব্দ, আটক ১

ধলাই (অসম), ২০ জানুয়ারি (হি.স.) : ফের বার্মিজ সুপারি সহ বার্মিজ সিগারেট জব্দ হয়েছে কাছাড় জেলার ধলাইয়ে । শুক্রবার কাছাড় জেলার ধলাই পুলিশ এএস – ১১ বি – ৩১৯২ নম্বরের একটি মারুরী ভ্যান থেকে ৬ কার্টুন বার্মিজ সিগারেট সহ ১৬০ কেজি বার্মিজ সুপারি জব্দ করেছে ।

জানা যায় মিজোরাম থেকে কাছাড় জেলায় আসার সময় পুলিশের নাকা চেকিংয়ের সময় আটক করা হয় মারুতি ভ্যানটি । এরপর গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় বার্মিজ সামগ্রী গুলি । ঘটনায় সামগ্রী, মারুতি ভ্যান জব্দ করার পাশাপাশি চালককে আটক করা হয়েছে বলে জানা গেছে।