কামরূপ জেলার পুটিমারি নদীতে উদ্ধার আত্মঘাতী মা-ছেলের উদ্ধার

কমলপুর (অসম), ১৯ জানুয়ারি (হি.স.) : কামরূপ গ্রামীণ জেলার অন্তর্গত বাইহাটা চারিআলির কমলপুরের আটগাঁওয়ে দুই পুত্ৰসন্তানকে নিয়ে পুটিমারি নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী মহিলার মৃতদেহ উদ্ধার করেছে এসডিআরএফ-এর ডুবারু দল। সঙ্গে উদ্ধার করা হয়েছে এক সন্তানের মৃতদেহও। তবে বড় ছেলেকে গতকাল সন্ধ্যায়ই জীবন্ত উদ্ধার করেছে এসডিআরএফ-এর অভিযানকারী দল।

আজ তৃতীয় দিন সকালের দিকে এসডিআরএফ মা ও তাঁর ছোট ছেলের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে। এদিকে মৃত মহিলার বাপের বাড়ির মানুষ কমলপুর থানায় তাঁদের মেয়েকে আত্মহত্যা করার প্ররোচনা দেওয়া হয়েছে বলে অভিযোগ দাখিল করেছেন, জানিয়েছেন রাজস্ব সার্কল অফিসার তথা প্রশাসনিক ম্যাজিস্ট্রেট।