ত্রিপুরা-১৮৯/৭ (৫০)
গুজরাট- ১৯২/৬ (৪১.৫)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি।। লড়াই করে হেরেছেন ত্রিপুরার সিনিয়র মহিলা ক্রিকেটাররা। শক্তিশালী গুজরাটের বিরুদ্ধে। সিনিয়র মহিলাদের একদিবসীয় ক্রিকেটে। গুজরাটের বদোদরায় সিএসএফসি ক্রিকেট গ্রাউন্ডে ত্রিপুরা পরাজিত হয় ৪ উইকেটে। ত্রিপুরার গড়া ১৯২ রানের জবাবে হিমাচল ৪১.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। আগামীকাল ত্রিপুরার দ্বিতীয় প্রতিপক্ষ উত্তর প্রদেশ। আজ, বুধবারস সকালে গুজরাটের অধিনায়িকা ভাবনা গোপ্লানি টসে জয়লাভ করে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ত্রিপুরার মহিলা ক্রিকেটাররা ২২ গজে যথেষ্ট লড়াইয়ের মানসিকতা রেখে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে পিভি সুধারানীর ৫৬ রান, ওপেনার মৌচৈতি দেবনাথের ৩৭ রান, শিউলি চক্রবর্তীর ২৭ রান, অন্নপূর্ণা দাসের ২৩ রান এবং ঋজু সাহার ২১ রান যথেষ্ট উল্লেখযোগ্য। সুধারানী ৯৪ বল খেলে সাতটি বাউন্ডারি সহযোগে ৫৬ রান সংগ্রহ করেন। গুজরাটের হীরালবেন সোলাঙ্কি ৪৪ রানে একাই চারটি উইকেট তুলে নেয়। এছাড়া মুসকান বাসাবা ও ক্রুতিকাবেন একটি করে উইকেট পেয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে গুজরাটের দুই ওপেনারের পাশাপাশি শেষ দিকে ক্রুতিকাবেন ও হানি প্যাটেলের অনবদ্য ব্যাটিং দলকে জয় এনে দেয়। ওপেনের সার্ভির ৭৪ রান বেশ উল্লেখযোগ্য। ত্রিপুরার অন্নপূর্ণা দাস দুইটি এবং প্রিয়াঙ্কা আচার্য, নিকিতা দেবনাথ ও অন্বেষা দাস একটি করে উইকেট পেলেও সম্মিলিত প্রয়াস শেষ পর্যন্ত ব্যর্থ হয়। প্রথম ম্যাচে পরাজয়ের মুখ দেখেই লীগ শুরু করতে হয় ত্রিপুরা দলের।