নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারী৷৷ আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন শ্রী পঞ্চমী তিথিতে বাগ দেবীর আরাধনায় মেতে উঠবেন ছাত্র-ছাত্রী থেকে শুরু করে জ্ঞান পিপাসুরা৷ বাগদেবী সরস্বতীর প্রতিমা তৈরি করতে ব্যস্ত মৃৎশিল্পীরা৷ কেমন ঐ চিত্র পরিলক্ষিত হল তেলিয়ামরায়৷
চলতি মাসের ২৬ শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিনে শ্রী পঞ্চমী তিথিতে কোমলমতি ছাত্র-ছাত্রীরা বাগদেবী পুজোর আরাধনায় মেতে উঠবে রাজ্যজুড়ে৷ বাগদেবীর পুজোকে সামনে রেখে মূর্তি পাড়ার মৃৎ শিল্পীরা বাগদেবীর প্রতিমা তৈরিতে ব্যস্ত৷ মূর্তি পাড়ায় গিয়ে মৃৎশিল্পীদের প্রতিমা তৈরিতে ব্যস্ত থাকার দৃশ্য প্রত্যক্ষ করা গেল৷ যদিও হাতে আরো বেশ কয়েকটি দিন বাকি আছে বাগদেবীর পুজোর ৷ মৃৎশিল্পী নান্টু রুদ্র পাল কথা প্রসঙ্গে তিনি বলেন, প্রতিমা তৈরীর কাজে পরিবারে সকল সদস্যরা মিলে কাজ করেন৷ দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারেও প্রতিমার মূল্য অন্যান্য বছরের মত থাকবে৷ যদিও প্রতিমা তৈরির মাটি থেকে শুরু করে বিভিন্ন সামগ্রীর মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে৷ তবে এই প্রতিমা তৈরিতে এবার বাড়ির গৃহিনীরাও হাত লাগায়৷ মৃৎশিল্পী নান্টু রুদ্র পাল এবার বাগদেবীর প্রায় ১০০ টির মত প্রতিমা তৈরি করেছেন৷ বর্তমানে মাটি দিয়ে গড়া প্রতিমা গুলিতে রংয়ের প্রলেপ দেওয়ার কাজ করছেন জোর কদমে৷ বাগদেবীর পূজোর আগের দিন মৃৎশিল্পী নান্টু রুদ্র পাল ওই প্রতিমাগুলি তেলিয়ামুড়া বাজারে এনে বাজারজাত করবেন৷ অন্যদিকে তিনি এও জানালেন এই প্রতিমা তৈরি করে এবং তা বাজারজাত করে যে আয় উপার্জন হয় তা দিয়েই উনার সংসারের ভরণপোষণ নির্বাহ করতে হয়৷
2023-01-18