বাসন্তী, ১৮ জানুয়ারি (হি. স.) : বিগত বেশ কিছুদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে আবাস যোজনা নিয়ে দুর্নীতির নানা ধরনের অভিযোগ উঠছে। যা নিয়ে বিরোধীরা সরব হয়েছেন। আবাস দুর্নীতির প্রতিবাদে এবং দুর্নীতি মুক্ত পঞ্চায়েত গড়তে বুধবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে জনসভা ও রোড শো কর্মসূচি পালন করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য মিঠুন চক্রবর্তী সহ অগ্নীমিত্রা পলরা। দুপুর বারোটা নাগাদ মিঠুন চক্রবর্তী এসে পৌঁছন বাসন্তী সোনাখালীতে। সেখানে ভারত সেবাশ্রম সঙ্গে পুজো দিয়ে হুড খোলা গাড়িতে রোড শো শুরু করেন।
প্রায় দু কিলোমিটার রাস্তা রোড শো করার পর বাসন্তীর হোগল সেতুর পার্শ্ববর্তী এলাকায় জনসভা করে বিজেপি। সেই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন বিজেপি নেতৃত্ব। সুকান্ত মজুমদার সহ মিঠুন চক্রবর্তী সকলেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন, সি এ এ নিয়ে যেভাবে তৃণমূল সংখ্যালঘুদের দেশ থেকে তাড়ানোর ভয় দেখাচ্ছে তা মিথ্যা। এদেশের সঠিক পরিচয় পত্র থাকলে নাকে তেল দিয়ে ঘুমানোর পরামর্শ দেন বিজেপি নেতৃত্ব। এর পাশাপাশি আবাস যোজনা নিয়ে যে দুর্নীতি তৃণমূল করেছে তার বিরুদ্ধে সরব হন সকল বিজেপি নেতৃত্ব। মিঠুন চক্রবর্তী বলেন, ” যদি মরে না যাই নির্বাচনের পর যাদের কাঁচা বাড়ি রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় সকলকেই সবারই করে দেব এই প্রতিশ্রুতি দিলাম।” এছাড়াও সুন্দরবনের নদী বাঁধ, রেশন দুর্নীতি সহ অন্যান্য বিষয় নিয়েও তৃণমূলকে বেঁধেন বিজেপি নেতৃত্ব। জনসভা শেষে স্থানীয় এক বিজেপি কর্মীর বাড়িতে দুপুরের খাওয়া দাওয়া করবেন মিঠুন। তারপর বিকেলে একটি কর্মীসভায় যোগ দেবেন।