২৫-২৯ জানুয়ারি বন্ধ থাকছে রাষ্ট্রপতি ভবন, প্রজাতন্ত্র দিবসের জন্যই এই সিদ্ধান্ত

নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.) : জনসাধারণের জন্য চলতি মাসের ২৫ থেকে ২৯ তারিখ পর্যন্ত বন্ধ থাকছে রাষ্ট্রপতি ভবন। প্রজাতন্ত্র দিবস এবং বিটিং দ্য রিট্রিট অনুষ্ঠানের জন্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গত বছর ডিসেম্বর থেকে রাষ্ট্রপতি ভবন সপ্তাহে ৫ দিন জনসাধারণের জন্য খোলা থাকছে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, আগামী ২৫ থেকে ২৯ জানুয়ারির মধ্যে জনসাধারণের জন্য বন্ধ থাকবে রাষ্ট্রপতি ভবন। এই বছর অনুষ্ঠিতব্য প্রজাতন্ত্র দিবসের প্যারেড এবং বিটিং দ্য রিট্রিট অনুষ্ঠানের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ে রাষ্ট্রপতি ভবনে প্রবেশ করতে পারবেন না সাধারণ নাগরিকরা।