নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.) : ভারতীয় জনতা পার্টির (বিজেপি) শাসনকালে দেশে অর্থনৈতিক বৈষম্য বেড়েছে বলে অভিযোগ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
মঙ্গলবার খাড়গে টুইট লিখেছেন, বিজেপি অর্থনৈতিক বৈষম্যের ফাঁক এতটাই গভীর করেছে যে দেশের সাধারণ মানুষ এতে ডুবে যাচ্ছে। ভারতের সবচেয়ে ধনী ১% লোক দেশের ৪০%-এর বেশি সম্পদের মালিক। জনসংখ্যার অর্ধেক জনসংখ্যার মাত্র তিন শতাংশ অবশিষ্ট রয়েছে। তিনি বলেন, কংগ্রেস দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে। ভারত জোড়ো যাত্রা অর্থনৈতিক বৈষম্যের শূন্যস্থান পূরণের আন্দোলন।প্রসঙ্গত, কংগ্রেস সভাপতি সোমবার টুইট করে দেশের ডাবল ইঞ্জিন সরকারকে ব্যর্থ বলে অভিহিত করেছিলেন। তিনি বলেছিলেন, প্রতিদিন ৯ জন দৈনিক শ্রমিক গুজরাটে এবং ১১৫ জন দেশে আত্মহত্যা করছেন।