বিক্রম, আনন্দের জোড়া ‌শতরানে ইনিংসে সিকিম বধের লক্ষ্যে ত্রিপুরা

সিকিম-‌১৮২

ত্রিপুরা-‌৩৮৮/‌৪

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারি।। মরশুমের দ্বিতীয় জয়ের সামনে ত্রিপুরা। বড় কোনও অঘটন না ঘটলে মঙ্গলবার ম্যাচের তৃতীয় দিনই ত্রিপুরা জয় পেয়ে যাবে। আপাতত দ্বিতীয় দিনের শেষে স্বাগতিক ত্রিপুরা এগিয়ে ২০৬ রানে। আজ সকালে দ্রুত ব্যাট করার পর সিকিমকে ব্যাট করার আমন্ত্রণ জানাবে ত্রিপুরা। লক্ষ্য থাকবে দ্রুত সিকিমের ১০ উইকেট তুলে নিতে। এম বি বি স্টেডিযামে অনুষ্ঠিত অনূর্ধ্ব-‌২৫ কর্ণেল সি কে নাইডু ট্রফি ক্রিকেটে। আসরে সিকিমের ১৮২ রানের জবাবে ত্রিপুরা দ্বিতীয় দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ৩৮৮ রান করে। ত্রিপুরার দলনায়ক বিক্রম দেবনাথ এবং আনন্দ ভৌমিক শতরান করে অপরাজিত থেকে যান। ত্রিপুরা এখন এগিয়ে রয়েছে ২০৬ রানে। প্রথম দিনের ৮ উইকেটে ১৬৫ রান নিয়ে খেলতে নেমে মঙ্গলবার আরও ৬.‌৪ ওভার ব্যাট করে ২৩ রান যোগ করার ফঁাকে শেষ দুটি উইকেট হারায় সিকিম। দলের অধিনায়ক ইংশু লিম্বু ১১৭ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৬ রান করেন। ত্রিপুরার পক্ষে সন্দীপ সরকার (‌৩/‌৪০), দলনায়ক বিক্রম দেবনাথ (‌২/‌২৪) এবং ইন্দ্রজিৎ দেবনাথ (‌২/‌৩৫) সফল বোলার। জবাবে খেলতে নেমে শুরু থেকেই দ্রুত রান তোলার দিকে নজর দেন ত্রিপুরার ব্যাটসম্যান-‌রা। সফররত দলের নির্বিশ বোলিংয়ের সামনে শুরু থেকেই ব্যাট হাতে বিধ্বংসী ছিলেন ত্রিপুরার ব্যাটসম্যান-‌রা। দ্বিতীয় দিনে ৮৭ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৩৮৮ রান করে। ১৫৮ রানে ৪ উইকেট পরে যাওয়ার পর দিনের দুই নায়ক দলনায়ক বিক্পম দেবনাথ এবং আনন্দ ভৌমিক ত্রিপুরাকে টেনে তোলার যাবতীয় দাযিত্ব কঁাধে তুলে নেন। পঞ্চম উইকেটে ওই জুটি ২৮৬ বল খেলে ২৩০ রান যোগ করে অপরাজিত থেকে যান। আনন্দ ১৩৩ বল খেলে ১২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২২ রানে এবং আনন্দ ১৬৩ বল খেলে ৯ টি বাউন্ডারির সাহায্যে ১০৯ রানে অপরাজিত থেকে যান। এছাড়া ত্রিপুরার পক্ষে ওপেনার সেন্টু সরকার ১৩১ বল খেলে ১৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৮১,দীপায়ন দেববর্মা ৬০ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩৫ এবং পল্লব দাস ২৬ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ২৬ রান করেন। সিকিমের পক্ষে আকাশ লুইটেল (‌৩/‌১১০) সফল বোলার।‌  ‌‌‌