নয়াদিল্লি, ১৬ জানুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে ফের অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল দিল্লির শাকারপুরের একটি বহুতলে। সোমবার ডিজিএইচসি বহুতলের পাঁচতলায় আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের মোট ৬টি ইঞ্জিন। দমকল কর্মীদের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে। বহুতলটিতে কেউ আটকে রয়েছেন কি-না তাও খতিয়ে দেখা হচ্ছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর নেই। সরকারি বিল্ডিং হওয়ায় বেশ কিছু নথি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
যদিও কী কারণে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়, লিফ্ট কন্ট্রোল ও জেনারেটর রুম থেকে আগুন ছড়িয়ে পড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। প্রসঙ্গত, রবিবারই দিল্লির মুণ্ডেকা এলাকার একটি বহুতলে আগুন লাগে। ওই বহুতলটিতেই ২০২২ সালে আগুন লেগে ২২ জন প্রাণ হারিয়েছিলেন। যার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল।