নয়াদিল্লি, ১৬ জানুয়ারি (হি.স.) : ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকের আগে সোমবার সকালে দলের জাতীয় পদাধিকারীদের বৈঠক শুরু হয়েছে।
দলীয় সূত্রে খবর, জাতীয় পদাধিকারীরা ছাড়াও সমস্ত রাজ্যের ইনচার্জ ও সহকারী ইনচার্জ, রাজ্য সভাপতি এবং রাজ্য সংগঠনের সাধারণ সম্পাদকরাও পদাধিকারীদের বৈঠকে যোগ দিয়েছেন। দলের সভাপতি জগৎ প্রকাশ নড্ডা সকাল ১০ টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান, যেখানে তাকে দলের সাধারণ সম্পাদক দুষ্যন্ত গৌতম এবং অন্যান্য পদাধিকারীরা স্বাগত জানান।
এরপর নড্ডার সভাপতিত্বে শুরু হয় পদাধিকারীদের বৈঠক। সভা পরিচালনা করেন জাতীয় সংগঠনের সাধারণ সম্পাদক বিএল সন্তোষ। এ বৈঠকে সাংগঠনিক পর্যালোচনার পাশাপাশি জাতীয় নির্বাহী কমিটির সভায় আনা প্রস্তাবের খসড়াও অনুমোদন করা হবে।
এর পরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে নয়াদিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (এনডিএমসি) কনভেনশন সেন্টারে বিকাল ৪টায় জাতীয় কার্যনির্বাহী বৈঠক শুরু হবে, যার সভাপতিত্ব করবেন দলের সভাপতি নড্ডা। বিজেপির জাতীয় কার্যনির্বাহী সভা শেষ হবে মঙ্গলবার বিকেল ৪টায়। এই বৈঠকে প্রধানমন্ত্রী মোদী এবং দলের সভাপতি নড্ডা সহ, সমস্ত কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রী, রাজ্য বিজেপি সভাপতি, সংগঠনের সাধারণ সম্পাদক/সংগঠন মন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী, বিরোধী দলের নেতারা এবং জাতীয় কার্যনির্বাহী সংসদের সকল সদস্যবৃন্দ উপস্থিত থাকবেন।