নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারী৷৷ গাছের লতাপাতা দিয়ে রান্না করতে গিয়ে অসাবধানতাবশত অগ্ণিদগ্দ এক গৃহবধূ৷ ঘটনা মেলাঘর থানা এলাকার ঝরঝরিয়া গ্রামে৷ অসাবধানতা বশত রান্না করতে গিয়ে অগ্ণিদগ্দা এক গৃহবধু৷ তাঁর নাম রুপালি ঘোষ (২৬)৷ স্বামীর নাম সুমন ঘোষ৷ বাড়ি মেলাঘর থানাধীন ঝড়ঝড়িয়া এলাকায়৷ ঘটনা রবিবার রাতে৷ অসাবধানতাবশত পাতা জ্বালিয়ে রান্না করতে গিয়ে ঘটে এই দুর্ঘটনা৷ অগ্ণিদগ্দা গৃহবধূর শরীর প্রায় ১০ শতাংশ দগ্দ হয় বলে জানান চিকিৎসক৷ ঘটনার খবর পেয়ে সোনামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূর অবস্থা জানতে ছুটে আসে মেলাঘর থানার পুলিশ৷ পরে গৃহবধূকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতাল প্রেরণ করা হয়৷
2023-01-16