দিনে ৪টি ম্যাচ, ‌সদর অনূর্ধ্ব-‌১৫ ছোটদের ক্রিকেট আজ থেকে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারি।। উদ্বোধনী দিনে আগামীকাল হবে ৪টগ ম্যাচ। নরসিংগড় পঞ্চায়েত মাঠে এ ডি নগর খেলবে শতদল সঙ্ঘের বিরুদ্ধে, নীপকো মাঠে খেলবে চাম্পামুড়া-‌ জি বি প্লে সেন্টার, ড:‌ বি আর আম্বেদকর মাঠে খেলবে কর্ণেল-‌ জুটমিল এবং পুলিস ট্রেণিং আকাদেমি গ্রাউন্ডে খেলবে এগিয়ে চলো সঙ্ঘ-‌ প্রগতি প্লে সেন্টার। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটে।এবছর আসরে অংশ নিয়েছে ১৪ দল:‌ ‘‌এ গ্রুপ’‌ চাম্পমুড়া,জি বি প্লে সেন্টার, প্রগতি প্লে সেন্টার, জুটমিল, শতদল সঙ্ঘ, এ ডি নগর, কর্ণেল, এগিয়ে চলো সঙ্ঘ, ‘‌বি গ্রুপ’ এন এস আর সি সি,ক্রিকেট অনুরাগী, মডার্ণ, দশমীঘাট, তরুণ সঙ্ঘ, মৌচাক এবং জু্য়েলস‌। গ্রুপ লিগ থেকে প্রতি গ্রুপের দুটি করে দল সুপার ফোরে যাবে। সুপার ফোরের খেলা হবে দুই দিন করে। ৪-‌১৪ ফেব্রুয়ারি পর্যন্ত হবে সুপার ফোরের খেলা। সুপার ফোরের সেরা দল খেতাব জয় করবে। এদিকে আসরে ভালো ফলাফল করতে জোর প্রস্তুতি নিয়ে নিয়েছে সবকটি দলই। অনূর্ধ্ব-‌১৩ আসরে ‘‌তীরে এসে তরি ডুবেছিলো’ প্রগতি প্লে সেন্টারের। খেতাবের দোরগোড়ায় এসেও শেষের দিকে ব্যাটসম্যানদের ব্যর্থতায় সদরের সেরা হতে পারেনি। এবার খেতাব জয় করতে মরিয়া প্রগতির ক্রিকেটাররা। আসরে প্রগতিকে নেতৃত্ব দেবে সুরজিৎ দেববর্মা। ডেপুটি হিসাবে থাকবে হৃদয়  দেবনাথ। সোমবার বিকেলে শেষ প্রস্তুতি সেরে নেয় প্রগতি।‌ ঘোষিত প্রগতি দল:‌সুরজিৎ দেববর্মা (অধিনায়ক‌)‌, হৃদয় দেবনাথ (সহ অধিনায়ক‌)‌, অংশুমান নন্দী, মাহির্ণব লস্কর, অর্পন ভট্টাচার্য, দেবারূন সাহা, ইয়াশমিত দেবরায়, ইয়াশ দেববর্মা, সুরজ সোম, অনিকেশ বিশ্বাস, রুদ্রদ্বীপ সূত্রধর, আয়ুষ সরকার, তন্ময় সরকার এবং কিঞ্জল দেব।‌