অসম সরকারের শিল্পী পুরস্কার ও শিল্পী পেনশন প্রাপকের নাম ঘোষণা

গুয়াহাটি, ১৫ জানুয়ারি (হি.স.) : অসম সরকারের এ বছরের শিল্পী পুরস্কার এবং শিল্পী পেনশন প্রাপকদের নাম ঘোষণা করা হযেছে। রাজ্যের সাংস্কৃতিক পরিক্রমা দফতরের মন্ত্ৰী বিমল বরা আজ রবিবার মকর সংক্রান্তি তথা ভোগালি বিহুর দিন টিংখাঙে তাঁর নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন ডেকে এই ঘোষণা করেছেন।

মন্ত্ৰী বিমল বরা জানান, ২০২৩ বৰ্ষের শিল্পী পুরস্কারের জন্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গোহাঁই এবং পখিলা লেপথেপি, বিশিষ্ট অভিনেতা প্ৰাঞ্জল শইকিয়াকে ২০২২ বৰ্ষের নটসূৰ্য ফণী শৰ্মা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

এছাড়া বিশিষ্ট অভিনেতা অরুণ নাথকে ২০২২ বৰ্ষের ড. ভবেন্দ্ৰ নাথ শইকিয়া পুরস্কার, ২০২২ বৰ্ষের বিজু ফুকন পুরস্কার বিশিষ্ট চলচ্চিত্ৰ নিৰ্মাতা সমরেন্দ্ৰ নারায়ণ দেবকে, মিলেশ্বর পাতরকে ২০২২ বৰ্ষের ভীমবর দেউরি পুরস্কারের জন্য রাজ্যের সাংস্কৃতিক মন্ত্রক মনোনীত করেছে।

আগামী ১৭ জানুয়ারি যোরহাট কৃষি বিশ্ববিদ্যালয়ে অসম সরকার কর্তৃক আয়োজিত শিল্পী দিবসে মনোনীত বিশিষ্ট ব্যক্তিবর্গের হাতে পুরস্কার সামগ্রী তুলে দেওয়া হবে, জানান মন্ত্রী বিমল বরা।