শুরু হচ্ছে পুলিশ-পাবলিক ফ্রেন্ডশিপ ফুটবল প্রতিযোগিতা

শিলিগুড়ি, ১৪ জানুয়ারি (হি.স.): শিলিগুড়িতে নকশালবাড়িতে শুরু হয়েছে তিন দিনব্যাপী পুলিশ-পাবলিক ফ্রেন্ডশিপ ফুটবল টুর্নামেন্ট। এতে অংশ নিচ্ছে ৯টি দল।

দার্জিলিং জেলা পুলিশ এবং নকশালবাড়ি পুলিশের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার প্রথম দিনে মেরিভিউ চা বাগান এবং আজাদ হিন্দ ক্লাব, হাতিঘিসার মধ্যে একটি ম্যাচ দেখা যায়। হাতিঘিষা আজাদ হিন্দ ময়দানে অনুষ্ঠিত এই ম্যাচে মেরিভিউ চা বাগান ৩-১ গোলে জিতেছে। এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আশরাফ আনসারি, নকশালবাড়ি পুলিশের ওসি মানস দাস এবং রথখোলা ফুটবল অ্যাকাডেমির কোচ বিদ্যুৎ দাস।