দু’সপ্তাহে দু’বার করোনায় আক্রান্ত ললিত মোদী, রাখা হয়েছে অক্সিজেন সাপোর্টে

লন্ডন, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): করোনায় আক্রান্ত হয়েছেন আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদী। গত সপ্তাহে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। ললিতকে রাখা হয়েছে অক্সিজেন সাপোর্টে।

করোনা আক্রান্ত হওয়ার কথা নিজেই ইনস্টাগ্রামে জানিয়েছেন ললিত। গত দু’সপ্তাহে দু’বার করোনায় সংক্রমিত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। ভুগছেন রক্তাল্পতায়। ইনস্টাগ্রামে ললিত লিখেছেন, তাঁর ইনফ্লুয়েঞ্জাও হয়েছে। মেক্সিকোয় ছিলেন ললিত। সেখানেই চলছিল চিকিৎসা। পরে এয়ার অ্যাম্বুল্যান্সে তাঁকে লন্ডনে আনা হয়েছে। প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংহও ললিতের আরোগ্য কামনা করেছেন।