নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জানুয়ারী৷৷ নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রী ও সন্তানকে মারধর করার ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে বিশাল ঘটনার পুলিশ৷ তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছে৷ নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রী সহ সন্তানের উপর আক্রমণ করার অভিযোগে বিশালগড় থানা পুলিশের হাতে মুড়াবাড়ি এলাকায় শুক্রবার গভীর রাতে আটক স্বামী৷ জানা যায় বিশালগড় মুড়াবাড়ি এলাকার রংমিস্ত্রি শহীদ মিয়া প্রতিনিয়ত নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এসে স্ত্রী সহ সন্তানের উপর প্রতিনিয়ত আক্রমণ চালায়৷তার আক্রমণে কয়েকবার আক্রান্ত হয়েছেন স্ত্রী সহ সন্তান৷শুক্রবার রাতে আক্রমণের মাত্রা বেড়ে যায়৷ শহীদ মিয়া তার স্ত্রী ও সন্তানের উপর যখন শুক্রবার গভীর রাতে নেশাগ্রস্থ অবস্থায় আক্রমণ চালায় এলাকাবাসী খবর দেয় বিশালগড় থানায়৷ বিশালগড় থানার সাব-ইন্সপেক্টর বিশ্বজিৎ দাস ঘটনার খবর পেয়ে ছুটে যায় মুড়াবাড়ি এলাকায়৷ স্ত্রী ও সন্তানের উপর আক্রমণের অভিযোগে পুলিশ আটক করে নেশাগ্রস্থ শহীদ মিয়াকে৷ অভিযুক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আক্রান্ত স্ত্রী ও এলাকাবাসী৷
2023-01-14

