জোশীমঠের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করলেন উমা ভারতী

দেহরাদুন, ১৩ জানুয়ারি (হি.স.) : প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতী শুক্রবার মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির বাড়ি গিয়ে দেখা করেন। জোশীমঠের ভূমিধস এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আলোচনা হয়।

মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি তাঁকে জানিয়েছেন, জোশীমঠের ভূমিধস এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য একটি অন্তর্বর্তীকালীন ত্রাণ প্যাকেজ দেওয়া হচ্ছে। অন্তর্বর্তীকালীন প্যাকেজ ও পুনর্বাসনের হার নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। ক্ষতিগ্রস্থদের স্বার্থ বিবেচনা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।