নীতি আয়োগের অর্থনৈতিক বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর, মূল্যায়ন করলেন আর্থিক অবস্থা

নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার নীতি আয়োগের অর্থনৈতিক বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসেছেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন, তার আগে এদিনের নীতি আয়োগের বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিনের বৈঠকে কৃষি ক্ষেত্রে উৎপাদন বাড়ানোর নানা পন্থাপদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, কেন্দ্রীয় বাজেটের আগে অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতামত ও পরামর্শের পাশাপাশি ভারতীয় অর্থনীতির অবস্থা ও চ্যালেঞ্জের মূল্যায়ন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।