ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারি।। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অনুরাগ সিং ঠাকুরকে ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়েছে। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী দলীয় কাজে আগরতলায় আসলে ওনার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করে ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের সদস্যবৃন্দ রাজ্য ক্রীড়ার মানোন্নয়ন প্রসঙ্গে একটি মেমোরেন্ডাম তুলে দেন। এই সাক্ষাৎকার অনুষ্ঠানে অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা, সভাপতি দীপা কর্মকার, সাধারণ সম্পাদক সুজিত রায় সহ প্রত্যেকেই উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতি প্রতিমা ভৌমিকও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে সংস্থার সাধারণ সম্পাদক সুজিত রায় এক বিবৃতিতে জানিয়েছেন।
2023-01-13