গুজরাট দিয়ে অভিযান শুরু করতে রাজ্যের মহিলা ক্রিকেটাররা এখন বরোদায়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারি।। বরোদায় গেলেন অন্নপূর্ণা দাস-‌রা। ওই রাজ্যে অনুষ্ঠিত হবে সিনিয়র মহিলাদের একদিবসীয় ক্রিকেট আসর। ১৮ জানুয়ারি থেকে শুরু হবে আসর। আসরে ত্রিপুরাকে নেতৃত্ব দেবেন অন্নপূর্ণা দাস। ডেপুটি হিসাবে থাকবেন ঋজু সাহা। ওই আসরে অংশ নিতে বুধবার বরোদায় গেলেন ত্রিপুরার ক্রিকেটাররা। হাটুতে চোটের জন্য নির্ভরযোগ্য দুই ক্রিকেটারকে এবার পায়নি ত্রিপুরা। ঝুমকি দেবনাথের পায়ে অস্ত্রোপচার হলেও মৌটুসি দে-‌র রিহ্যাব চলছে। ওই দুজন না থাকায় দলের ব্যাটিং গভীরতা কিছুটা হলেও কমেছে মনে করছেন দলনায়িকা অন্নপূর্ণা দাস। তবে সদ্য সমাপ্ত বাইজুস মহিলাদের টি-‌২০ ক্রিকেট আসরে খেলে প্রতিটি ক্রিকেটারই ফর্মে রয়েছেন মনে করছেন ত্রিপুরার অধিনায়িকা। আসরে ভালো ফলাফল করা নিয়েও আশাবাদী রাজ্যদলের প্রতিটি ক্রিকেটার। অন্তন ঋজুদের শারীরিক ভা্যা তাই বলছে। এবছর ত্রিপুরা রয়েছে শক্তিশালী গ্রুপে। ফলে সড়াই যে কঠিন হবে তা মনে করছেন প্রতিটি ক্রিকেটারই। আসরে ১৮ জানুয়ারি উদ্বোধনী দিনে ত্রিপুরার প্রতিপক্ষ গুজরাট। ১৯ জানুয়ারি উত্তর প্রদেশ, ২৩ জানুয়ারি মধ্যপ্রদেশ, ২৫ জানুয়ারি মনিপুর, ২৭ জানুয়ারি অন্ধ্রপ্রদেশ এবং ২৯ জানুয়ারি গ্রুপে ত্রিপুরার শেষ প্রতিপক্ষ ছত্তিশগড়। বুধবার সকালে রাজ্য ছাড়ার আগে ত্রিপুরা দলের অধিনায়িকা বলেন,”আমাদের যা শক্তি, মেয়েরা যদি নিজেদের খেলাটা খেলতে পারে সাফল্য পাবোই। তবে দায়িত্ব নিতে হবে ব্যাটসম্যানদের”। কোচ শ্রাবণী দেবনাথও আসরে সাফল্য পাওয়া নিয়ে আশাবাদী।‌ ত্রিপুরা দল:‌অন্নপূর্ণা দাস (‌অধিনায়িকা), মৌচৈতি দেবনাথ, ইন্দ্ররাণী জমাতিয়া, অম্বিকা দেবনাথ, ঋজু সাহা (‌সহ অধিনায়িকা), মামন রবিদাস, নিকিতা দেবনাথ, শিউলি চক্রবর্তী, পি ভি সুধারাণী, সুরভি রায়, প্রীয়াঙ্কা আচার্য, পূজা দাস, পল্লবী ভরদ্বাজ, সুলক্ষ্মণা রায়, অম্বেষা দাস, মাম্পি দেবনাথ, সুপ্রিয়া দাস এবং সেবিকা দাস। চিফ কোচ:‌ শ্রাবণী দেবনাথ, সহকারি কোচ:‌ রূমা দাস, ফিজিও:‌ জুরি দত্ত, ট্রেণার:‌ মঞ্জুশ্রী ভগৎ এবং ম্যানেজার:‌ অনামিকা দেবনাথ।   ‌‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *