ভারতকে বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্য হতে সাহায্য করেছে আত্মনির্ভর ভারত অভিযান : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি ও ইন্দোর, ১১ জানুয়ারি (হি.স.) : ভারতকে বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্য হতে সাহায্য করেছে আত্মনির্ভর ভারত অভিযান। বুধবার মধ্যপ্রদেশের ইন্দোরে দু’দিনের বিশ্ব বিনিয়োগকারী সম্মেলনের সূচনা করার পর বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতামূলক লজিস্টিক বাজার হিসাবে নিজস্ব ছাপ রাখতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ; এই লক্ষ্য নিয়ে, আমরা জাতীয় লজিস্টিক নীতি বাস্তবায়ন করেছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি এই সম্মেলনের উদ্বোধন করেছেন। এ বছরের সম্মেলনের মূল ভাবনা হল- ‘মধ্যপ্রদেশ- একটি ভবিষ্যতমুখী রাজ্য’। পরিবেশ নিরাপত্তা বজায় রাখতে সম্মেলনটিকে সম্পূর্ণ কার্বনমুক্ত এবং বর্জ্যশূণ্য বানানো হয়েছে।
এদিন প্রধানমন্ত্রী বলেছেন, “উন্নত ভারত গঠনে মধ্যপ্রদেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বাস ও আধ্যাত্মিকতা থেকে পর্যটন, কৃষি থেকে শিক্ষা ও দক্ষতা উন্নয়নে মধ্যপ্রদেশ যেমন অদ্ভুত তেমনই আশ্চর্যের ও সজাগও। আমরা যখন ‘উন্নত ভারত’ নিয়ে কথা বলি, তখন তা শুধুমাত্র দেশবাসীর ‘আকাঙ্খা’ নয়, তাঁদের প্রতিজ্ঞাও। শুধুমাত্র ভারতীয়রা নন, এই সমগ্র বিশ্বের প্রতিটি ব্যক্তি এবং প্রতিটি সংস্থা ভারতের উন্নয়ন এবং অভূতপূর্ব অগ্রগতি সম্পর্কে সম্পূর্ণরূপে আত্মবিশ্বাসী।” প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, “একটি স্থিতিশীল, সিদ্ধান্তমূলক ও সঠিক উদ্দেশ্য নিয়ে পরিচালিত সরকার ‘উন্নয়নে’ অভূতপূর্ব গতি প্রদান করতে পারে। সেই সরকার দেশের জন্য প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। গত আট বছরে আমরা ক্রমাগত সংস্কারের গতি ও দক্ষতা বাড়িয়েছি।”
প্রধানমন্ত্রী বলেছেন, “বিগত ৮ বছরে জাতীয় সড়ক নির্মাণের গতি দ্বিগুণ করেছি আমরা। এই সময়ের মধ্যে ভারতে চালু বিমানবন্দরের সংখ্যা দ্বিগুণ হয়েছে। ভারতের বন্দর পরিচালনার ক্ষমতা এবং বন্দর পরিবর্তনের ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি হয়েছে।” মোদী বলেছেন, “প্রতিটি গ্রামে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক বিস্তৃত করা হচ্ছে। ৫জি নেটওয়ার্ক দ্রুত সম্প্রসারিত হচ্ছে।” তিনি আরও বলেছেন, “আমরা সম্প্রতি মিশন গ্রিন হাইড্রোজেন অনুমোদন করেছি। এটি শুধুমাত্র ভারত নয়, বিশ্বেরও চাহিদা পূরণ করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *