সি.কে নাইডু ট্রফি : মিজোরামকে ইনিংস সহ ৪৪ রানে হারিয়ে দুর্দান্ত জয় ত্রিপুরার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি।। ইনিংস সহ ৪৪ রানে দুর্দান্ত জয় ত্রিপুরার। হারিয়েছে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ মিজোরামকে। কর্নেল সি.কে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৫ ক্রিকেটে দেড় দিন আগেই ত্রিপুরা ম্যাচ জিতে নিয়েছে। ঘরের মাঠে অনেকটা দাপটের সঙ্গে খেলে ত্রিপুরা ইনিংস সহ ৪৪ রানের ব্যবধানে মিজোরাম কে হারিয়ে বোনাস সহ মোট ৭ পয়েন্ট অর্জন করেছে। প্রথম ম্যাচে পাঞ্জাবের সঙ্গে ম্যাচ ড্র হলেও লিড নেওয়ার সুবাদে ৩ পয়েন্ট প্রাপ্তি এবং আজ, মঙ্গলবার মিজোরাম ম্যাচ থেকে ৭ পয়েন্ট পেয়ে মোট ১০ পয়েন্ট নিয়ে ত্রিপুরা ভালো অবস্থানে রয়েছে। নরসিংগড় পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে রবিবারে ম্যাচ শুরুতে টস জিতে মিজোরাম প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিং এর সুযোগ পেয়ে ঘরের মাঠে ত্রিপুরা প্রথম দুই দিনে ৭৬ ওভার ৫ বল খেলে ৮ উইকেটে ৩১৮ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে দেয়। দলের পক্ষে পল্লব দাসের ১২৩ রান এবং শংকর পালের ৫৪ রান ও বিক্রম দেবনাথ এর অপরাজিত ৭২ রান বেশ উল্লেখযোগ্য। জবাবে মিজোরাম প্রথম ইনিংসে ১৪২ রান সংগ্রহ করলে ফলোঅনে পুনরায় ব্যাট করতে নামে। ৪৬ ওভার খেলে ১৩২ রানে মিজোরাম তাদের দ্বিতীয় ইনিংসে গুটিয়ে নিতে বাধ্য হয়। ত্রিপুরার সন্দীপ সরকারের বিধ্বংসী বোলিংয়ে মিজোরাম ২ ইনিংসেই কুপোকাত হয়। সন্দীপ ২ ইনিংসে ১২ উইকেট তুলে নেয় ৭৮ রানের বিনিময়ে। মিজোরামের নুনফেলা প্রথম ইনিংসে ৭৯ রান এবং দ্বিতীয় ইনিংসে সাহিল রেজা ৪৭ রান সংগ্রহ করে কিছুটা চেষ্টা করলেও কার্যত অন্যদের ব্যর্থতায় কোন রকম প্রতিরোধ সম্ভব হয়নি। সংক্ষিপ্ত স্কোর: ত্রিপুরা প্রথম ইনিংসে ৮ উইকেটে ৩১৮ রানে ইনিংস ঘোষণা। মিজোরাম প্রথম ইনিংসে ১৪২ রান, দ্বিতীয় ইনিংসে ১৩২ রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *