কংগ্রেস ও তিপরা মথার মধ্যে স্নায়ুর লড়াই চরমে, জনজাতিদের আবেগ নিয়ে উপহাস করবেন না, নইলে উপযুক্ত জবাব পাবেন, হুশিয়ারি প্রদ্যোতের

আগরতলা, ১০ জানুয়ারি(হি. স.) : জনজাতিদের আবেগ নিয়ে উপহাস করবেন না, নইলে উপযুক্ত জবাব পাবেন। বিধায়ক সুদীপ রায় বর্মণ-কে উদ্দেশ্য করে কংগ্রেসকে এই সুরেই নিশানা করেছেন তিপরা মথার সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মণ। জনজাতি ভিত্তিক আঞ্চলিক দলগুলি নতুন শ্লোগান এনে মানুষের ভাবাবেগ নিয়ে খেলছে। গতকাল করমছড়ায় তিপরাল্যান্ড ও গ্রেটার তিপরাল্যান্ড ইস্যুতে এভাবেই আইপিএফটি এবং তিপরা মথা-কে বিঁধেছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। তারই ওই জবাব দিয়ে প্রদ্যোতের দাবি, আমরা আমাদের সাংবিধানিক অধিকার জানি।

গতকাল সুদীপ বলেছিলেন, জনজাতি ভিত্তিক আঞ্চলিক দলগুলি সবসময় নতুন শ্লোগান এনে জনজাতি ভোটারদের ভাবাবেগ নিয়ে খেলা করে থাকে। পাহাড়ের নিরীহ মানুষ ভোট ব্যাংক হিসেবে ব্যবহৃত হচ্ছেন।

সুদীপ ওইদিন আইপিএফটি-কে নিশানা করে বলেছিলেন, তিপরাল্যান্ডের শ্লোগান দিয়ে ক্ষমতায় এসে বিজেপির জোট শরিক ওই দল প্রতিশ্রুতি ভুলে গেছে। এখন নতুন নাম জুড়ে দিয়ে তিপরা মথা গ্রেটার তিপরাল্যান্ডের শ্লোগান দিয়ে মাঠে নেমেছে। তাঁর প্রশ্ন ছিল, বাস্তবে গ্রেটার তিপরাল্যান্ড মানুষের কিভাবে উপকারে আসবে তার ব্যাখ্যা এখনো মিলেনি। তবে ওই শ্লোগানে গিরিবাসীদের অবস্থার উন্নতি হবে না, তা নিশ্চিত।

কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের ভীষণ চটে লাল হয়ে গেছেন প্রদ্যোত কিশোর দেববর্মণ। এক টুইট বার্তায় তিনি সুদীপের উদ্দেশ্যে কংগ্রেসকে নিশানা করে বলেন, প্রিয়াঙ্কা গান্ধী বা রাহুল গান্ধীর বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করিনি। তবুও ত্রিপুরায় কংগ্রেস নেতৃত্ব আমাদের ন্যায্য দাবিকে উপহাস করছেন। তিনি সুর চড়িয়ে বলেন, প্রদেশ কংগ্রেস আত্মধ্বংসের জন্য চ্যাম্পিয়ন। তাঁর হুশিয়ারি, জনজাতিদের আবেগ নিয়ে উপহাস করবেন না, নতুবা উপযুক্ত জবাব পাবেন। আমরা আমাদের সাংবিধানিক অধিকার জানি।রাজনৈতিক মহলের দাবি, ত্রিপুরায় নির্বাচন শুরু হওয়ার আগেই বিরোধী রাজনীতির খেলা জমে উঠেছে। কংগ্রেস বামেদের সাথে জোটের প্রশ্নে পা বাড়িয়ে রেখেছে। অন্যদিকে, বিরোধী ঐক্যের ডাক দিলেও, তিপরা মথার সাথে কংগ্রেসের স্নায়ুর লড়াই চরমে উঠেছে। ফলে, বিজেপি বিরোধী যুদ্ধে ওই লড়াই শাসক দলকে অনেকটাই সুবিধাজনক অবস্থানে নিয়ে যাবে, তা অস্বীকার করার হয়তো সুযোগ নেই। হিন্দুস্থান সমাচার/সন্দীপ