আগরতলা, ১০ জানুয়ারি।। পাঁচ দিন যাবৎ পানীয় জল বিচ্ছিন্ন লালসিংমুড়া গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ড শিখড়িয়া এলাকার ৪০টি পরিবার। মঙ্গলবার সকালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে দ্রুত এলাকায় পানীয় জল দেওয়ার দাবি জানান এলাকাবাসী।
দীর্ঘ পাঁচ দিন যাবৎ পানীয় জল বিচ্ছিন্ন লালসিংমুড়া গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ড শিখড়িয়া এলাকার ৪০টি পরিবার। বাধ্য হয়ে মঙ্গলবার সকালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে দ্রুত এলাকায় পানীয় জল দেওয়ার দাবি জানান এলাকাবাসী। জানা যায় লাল সি়ংমুড়া গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ড শিখড়িয়া ৪০টি পরিবার দীর্ঘ পাঁচ দিন যাবত জল থেকে বঞ্চিত হয়ে রয়েছেন। এলাকাবাসী বারবার পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে উর্ধতন কর্তৃপক্ষকে জানানোর পরও কোনরকম উদ্যোগ গ্রহণ করছেন না এলাকায় পানীয় জল দেওয়ার। বাধ্য হয়ে মঙ্গলবার সকালে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে একরাশ ক্ষোভ উপরে দেয় এলাকাবাসী এবং দ্রুত এলাকায় পানীয় জলের দাবি তোলেন।