দেশের উত্তরাংশের শৈত্যপ্রবাহ অব্যাহত, ঘন কুয়াশায় বিঘ্নিত ট্রেন ও বিমান পরিষেবা

নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স.): দেশের উত্তরাংশের বিভিন্ন রাজ্যে শৈত্যপ্রবাহ অব্যাহত। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়, উত্তর রাজস্থান, হিমাচল প্রদেশ এবং উত্তরাখন্ডে আগামী কয়েকদিন একই পরিস্থিতি বজায় থাকবে। প্রচণ্ড ঠান্ডা থাকবে উত্তর প্রদেশ ও বিহারেও। সোমবারও একই রকম ঠান্ডায় কেঁপেছে দিল্লি ও পঞ্জাব-সহ দেশের উত্তরাংশ। জম্মু ও কাশ্মীরে শীতের দাপট সর্বাধিক, ঠান্ডায় রীতিমতো জমে গিয়েছে লাদাখ।

সোমবারও পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর রাজস্থান, হিমাচল প্রদেশ এবং উত্তরাখন্ডে তীব্র শৈত্যপ্রবাহ বজায় ছিল। শীতের পাশাপাশি দিল্লি, পঞ্জাব, হরিয়ানা-সহ উত্তর ভারতের বেশ কিছু জায়গা ঘন কুয়াশার কবলে ছিল এদিনও। ফলে রেল ও যানবাহন চলাচল বিঘ্নিত হয়েছে। ঘন কুয়াশার কারণে উত্তর রেলওয়ে অঞ্চলে ২৯টি ট্রেন দেরিতে চলেছে। দিল্লি বিমানবন্দরে বিঘ্নিত হয়েছে উড়ান পরিষেবাও। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দৃশ্যমানতা কম থাকায় শারজাহ থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান জয়পুরে ঘুরিয়ে দেওয়া হয়। এছাড়াও ১৫টি বিমান বিলম্বিত হয়েছে।

দিল্লি-সহ দেশের বিভিন্ন রাজ্যে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা একেবারে তলানিতে পৌঁছে যায়। খুব কাছের জিনিস স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। শীত থেকে রেহাই পেতে এদিনও মানুষজনকে আগুনের উত্তাপ নিতে দেখা যায়। দিল্লির সফদরজং-এ এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩.৮ ডিগ্রি সেলসিয়াস, পালমে ৫.৮ ডিগ্রি সেলসিয়াস। হরিয়ানার নারাউলে এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২.৪ ডিগ্রি সেলসিয়াস। শীতে কেঁপেছে উত্তর প্রদেশের কানপুরও, সেখানে তাপমাত্রা কমে ৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

ঘন কুয়াশার দাপটে এদিন জনজীবন বিপর্যস্ত হয়েছে দিল্লি-সহ সমগ্র উত্তর ভারতে। ঘন কুয়াশা ও খারাপ আবহাওয়ার কারণে সোমবার রেল ও যানবাহন চলাচল বিঘ্নিত হয়েছে। ঘন কুয়াশার কারণে উত্তর রেলওয়ে অঞ্চলে ২৯টি ট্রেন দেরিতে চলেছে। দিল্লি বিমানবন্দরে বিঘ্নিত হয়েছে উড়ান পরিষেবাও। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দৃশ্যমানতা কম থাকায় শারজাহ থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান জয়পুরে ঘুরিয়ে দেওয়া হয়। এছাড়াও আহমেদাবাদ থেকে দিল্লির স্পাইসজেট বিমান ও পুনে থেকে দিল্লির স্পাইসজেট বিমান জয়পুরে ঘুরিয়ে দেওয়া হয়। খারাপ আবহাওয়া এবং সেই সম্পর্কিত সমস্যার কারণে প্রায় ১১৮টি অভ্যন্তরীণ প্রস্থান বিমান দিল্লি বিমানবন্দর থেকে বিলম্বিত হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে প্রায় ৩২টি অভ্যন্তরীণ আগমন বিমান বিলম্বিত হয়েছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘন কুয়াশা ও দৃশ্যমানতার অভাবে মোট ২৯টি ট্রেন দেরিতে চলাচল করেছে। এই ট্রেনগুলির মধ্যে রয়েছে, পুরী-নতুন দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস, মালদা টাউন-দিল্লি এক্সপ্রেস,হাওড়া-নতুন দিল্লি পূর্বা এক্সপ্রেস, গয়া-নতুন দিল্লি মহাবোধি এক্সপ্রেস প্রভৃতি।