ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারি।। ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের নতুন পরিচালন কমিটি গঠন করা হয়েছে। আজ, রবিবার শহীদ ভগৎ সিং যুব আবাসে আয়োজিত ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। পুনর্গঠিত কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন যথাক্রমে দীপা কর্মকার, সুজিত রায় ও বিপ্লব দত্ত। উল্লেখ্য, সভার কার্যক্রম শুরুতে বিগত বছরের সম্পাদকীয় প্রতিবেদন এবং আয়-ব্যয়ের হিসেব-নিকেশ পেশ করা হলে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। রাজ্যের বিভিন্ন ক্রীড়া সংগঠন থেকে ৫০ জন সদস্য, সাধারণ বৈঠকে উপস্থিত ছিলেন। নির্বাচনী সভার চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন বর্ষীয়ান সদস্য এবং ক্রীড়া সংগঠক রতন সাহা। পুনর্গঠিত কার্যকরী কমিটি আগামী দিনে রাজ্যের ক্রীড়ার মানোন্নয়ন, প্রসার ও পরিকাঠামোগত উন্নতির লক্ষ্যে নিরলস কাজ করে যাবে বলে সাধারণ সম্পাদক সুজিত রায় জানিয়েছেন। পাশাপাশি তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদও জ্ঞাপন করেছেন।
2023-01-08