বোকাজান (অসম), ৮ জানুয়ারি (হি.স.) : কারবি আংলঙে আবারও বহু কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণের মাদকদ্রব্য বাজেয়াপ্ত করেছে পুলিশ। আজ রবিবার আরও ১৬ কোটি টাকার হেরোইন সমেত দুই মাদক কারবারিকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের যথাক্রমে গোলাপ খন্দকার (২৯) এবং শাহানুর মির (২১) বলে পরিচয় পাওয়া গেছে।
এদিকে আসাম পুলিশের মাদক-বিরোধী এই প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। ঘটনাটি সর্বসমক্ষে এনে তিনি তাঁর টুইটে পুলিশের প্রশংসা করে এ ধরনের অসাধারণ কাজ চালিয়ে যেতে আসাম পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন।
বোকাজানের মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) জন দাস এই খবর দিয়ে জানান, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বোকাজান থানার পুলিশ এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-কে সঙ্গে নিয়ে ডিলাই তিনিয়ালি এলাকায় যৌথ নাকা গড়ে তালাশি অভিযান চালানো হচ্ছিল। এক সময় এএস ০১ এমসি ৪৯৯৬ নম্বরের একটি চার চাকার গাড়িকে আটক করে তাতে তন্নতন্ন করে তালাশি চালিয়ে ড্যাশবোর্ড, দরজার প্যানাল ইত্যাদি বিভিন্ন গোপন খোপ থেকে ২৮৬টি সাবান কেসে ভরতি ৩.৫ কেজি হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনগুলির আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ১৬ কোটি টাকা হবে, জানান এসডিপিও দাস।
এসডিপিও জন দাস জানান, জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ধৃত দুজনের বিরুদ্ধে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫ (এনডিপিএস)-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে।