শুয়ালকুচিতে ৫৭-তম ক্ৰস-কান্ট্ৰি ন্যাশনাল অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে মুখ্যমন্ত্ৰী

শুয়ালকুচি (অসম), ৮ জানুয়ারি (হি.স.) : খেলোয়াড়, উদ্যোক্তা এবং জনসাধারণকে উৎসাহ প্ৰদান করতে মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা আজ কামরূপ গ্রামীণ জেলার শুয়ালকুচিতে আসাম অ্যাথলেটিক সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত ৫৭-তম ক্ৰস-কান্ট্ৰি ন্যাশনাল অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ক্ৰীড়াস্থলে আসেন। এই প্ৰতিযোগিতায় সমগ্ৰ দেশের ৬৬৯ জন খেলোয়াড় অংশগ্ৰহণ করেছেন। তাঁদের মধ্যে ৩৮৩ জন পুরুষ এবং ২৮৬ জন মহিলা।

ক্ৰীড়াস্থলে আয়োজিত সভায় মুখ্যমন্ত্ৰী ড. শর্মা বলেন, এই প্ৰতিযোগিতায় খেলোয়াড়দের প্ৰতিভা প্ৰদৰ্শনের এক উপযুক্ত মঞ্চ প্ৰদান করবে। তিনি আরও বলেন, এই প্ৰতিযোগিতা স্থানীয় যুব-প্ৰজন্মের খেলোয়াড়দের জন্য ক্ৰীড়াকে নিজেদের ক্যারিয়ার গড়তে উৎসাহিত করার পাশাপাশি শারীরিক বল এবং মানসিক দৃঢ়তা বৃদ্ধি করতে সহায়ক হবে। এ ধরনের এক বৃহৎ পরিসরের ক্ৰীড়া প্ৰতিযোগিতার আয়োজনে সহযোগিতা করার জন্য তিনি স্থানীয় শুয়ালকুচির জনসাধারণের প্ৰতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এদিন তিনি একটি স্মরণিকারও উন্মোচন করেছেন।

ক্ৰস-কান্ট্ৰি ন্যাশনাল অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ আয়োজনের উদ্যোগ গ্ৰহণ করার জন্য মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা আসাম অ্যাথলেটিক সংস্থারও প্ৰশংসা করেছেন। মুখ্যমন্ত্ৰীর সঙ্গে ছিলেন আসাম অলিম্পিক সংস্থার সম্পাদক লক্ষ্য কোঁওর সহ ক্রীড়া জগতের সঙ্গে জড়িত অন্যান্য কৰ্মকৰ্তাগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *