তেজপুর (অসম) ৮ জানুয়ারি (হি.স.) : ড্রাগস বিরোধী অভিযানে নেমে ফের সাফল্য পেয়েছে শোণিতপুর জেলা পুলিশ। আজ রবিবার পৃথক পৃথক অভিযানে নেমে ২৫ কিলোগ্রাম গাঁজা এবং ২৪ গ্রাম ড্রাগস বাজেয়াপ্ত করেছে পুলিশের অভিযানকারী দল। এর সঙ্গে এএস ১২ কিউ ৪০২৭ নম্বরের একটি সুইফট ডিজায়ার সহ চারজনকে আটক করা হয়েছে।
জানা গেছে, গোপন সূত্রের এক খবরের উপর ভিত্তি করে মহাভৈরব এবং বড়ঘাট ফাঁড়ির পুলিশ আজ সকালে যৌথভাবে অভিযানে নেমে গোটলং নামপাড়া গ্রামের জনৈক মন্নাস আলির ছেলে আনোয়ার হুসেনের ঘর থেকে ২৫ কেজি ৭৮৬ গ্রাম গাঁজা উদ্ধার করেছে।
অন্যদিকে আজ দুপুরে বড়ঘাট থানার অফিসার ইনচার্জ সীমান্ত পাঠকের নেতৃত্বে বগাপুর গ্রামে অভিযান চালিয়ে রশিদুল ইসলাম নামের এক ব্যক্তির হেফাজত থেকে ২৪ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করেছে পুলিশ।
উল্লেখ্য এস ১২ কিউ ৪০২৭ নম্বরের সুইফট ডিজায়ার গাড়িতে করে মাদক সামগ্রী নিয়ে আসা হচ্ছে, গোপন সূত্রে খবর পেয়ে তেজপুরের পড়ুয়া চারিআলিতে গাড়িটিকে আটক করে পুলিশ। গাড়ি চার আরোহী মাজবাটের জনৈক বাহার আলি, অংশুমান বসুমতারি, দিবজ্যোতি রাভা, দুমুরলাল পানিকা নামের চার ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে নামপাড়া গ্রামের আনোয়ার হুসেনের ঘরে গাঁজা মজুত আছে বলে তথ্য লাভ করে পুলিশ। এর পর সেই সূত্র ধরেই তল্লাশি চালানো হয়।