গাজোল, ৮ জানুয়ারি (হি.স.) : মালদায় পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে জেলার গাজোলের কদুবারি তুড়িপাড়া এলাকায় ৮১ নম্বর জাতীয় সড়কে। মৃতের নাম বাংরু সরকার (৭০)।
জানা গিয়েছে, রবিবার দুপুরে ওই বৃদ্ধ সাইকেলে চেপে পাঁচপাড়ার দিক থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি পিকআপ ভ্যান তাঁকে ধাক্কা মারে। ওই বৃদ্ধকে উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। গাজোল পুলিশ সূত্রে খবর, গাড়িটিকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।