নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারি৷৷ গ্রাম স্বরাজ মিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ৷ এই শ্লোগানকে গ্রামীন এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে৷ গ্রামে গ্রামে সুুশাসন পৌঁছে দেওয়া হচ্ছে৷ আজ জিরানীয়া আরডি ডিভিশন অফিস কার্যালয়ের উদ্বোধন করে একথা বলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷ তিনি বলেন, গ্রাম উন্নয়ন দপ্তরকে আরও সম্পসারণ করা হচ্ছে৷ যাতে করে গ্রামাঞ্চলের উন্নয়ন আরও ত্বরাণিত হয়৷ তিনি তথ্য দিয়ে বলেন, আগে গ্রামোন্নয়ন দপ্তরে সার্কেল অফিস ছিল চারটি৷ এখন আরও চারটি বাড়িয়ে আটটি করা হয়েছে৷ সাব ডিভিশন অফিস ২৩ থেকে বাড়িয়ে ৪২টি করার পরিকল্পনা নেওয়া হচ্ছে৷ দপ্তরে বাস্তুকারের সংখ্যাও বাড়ানো হয়েছে৷ তিনি গ্রামের উন্নয়নে বেশী করে মা বোনদের যুক্ত করার উপর গুরুত্ব আরোপ করে বলেন, আগে স্বসহায়ক দলের সংখ্যা ত্রিপুরায় অনেক কম ছিল৷ এখন প্রতিটি ব্লকে স্বসহায়ক দলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে৷ তিনি জানান, সরকার কজে বিশ্বাসী, বক্তৃতায় নয়৷ সরকার শুধু মুখে বলে না কাজেও তা বাস্তবায়িত করে৷
অনুষ্ঠানের প্রধান অতিথি ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী বলেন, বিগত কয়েক বছরে ত্রিপুরার চিত্র বদলে গেছে৷ শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন প্রতিটি ক্ষেত্রে ত্রিপুরা আজ উন্নয়নের শিখরে পৌছেছে৷ সরকার প্রতিটি দপ্তরকে বিকেন্দ্রীকরণ করছে৷ যাতে করে সাধারণ মানুষের কাছে প্রশাসনিক সুুযোগ সুুবিধা পৌঁছে যায়৷ স্বাগত ভাষণ রাখেন গ্রামোন্নয়ন দপ্তরের কার্যনির্বাহী বাস্তুকার প্রদীপ দেববর্মা৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুুশান্ত চৌধুরী, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব, জিরানীয়া ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন মঞ্জু দাস, ভাইস চেয়ারম্যান প্রীতম দেবনাথ, জিরানীয়া বিএসি’র চেয়ারম্যান শুভমনি দেববর্মা, জিরানীয়া মহকুমার বিডিও পরিতোষ দেববর্মা, সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক প্রমুখ৷ অনুষ্ঠানে জিরানীয়া ব্লকের বিভিন্ন এডিসি ভিলেজ ও গ্রামপঞ্চায়েতের অন্তর্গত ১৯টি ক্লাবকে ক্রীড়া সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ৷ পরে অতিথিগণ নতুন আরডি ডিভিশন অফিসটি পরিদর্শন করেন৷