অসমে হৃদরোগীদের স্বস্তি দিতে মুখ্যমন্ত্রীর উপস্থিতেতে পিএমএসআরএফ-এর সঙ্গে সমঝোতা চুক্তি সম্পাদিত

গুয়াহাটি, ৭ জানুয়ারি (হি.স.) : শ্রী সত্যসাই প্রবর্তিত ‘প্ৰশান্তি মেডিক্যাল সাৰ্ভিসেস অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন’ (পিএমএসআরএফ)-এর সঙ্গে সমঝোতা চুক্তি (মউ)-তে স্বাক্ষর করেছে অসম সরকার। এই সমঝোতা চুক্তির বলে জন্ম থেকে হৃদরোগে আক্ৰান্ত ৫০০ শিশু এবং করোনারি আর্টারি বাইপাস গ্রাফট (হৃদরোগে অস্ত্ৰোপচার)-এর প্ৰয়োজন এমন পশ্চাদপদ শ্ৰেণি ৫০০ জন প্ৰাপ্তবয়স্ক ব্যক্তিকে দুই (২) বছরের মধ্যে রাজকোট এবং আহমেদাবাদে অবস্থিত শ্ৰী সত্যসাই হৃদরোগ হাসপাতালে চিকিৎসা করা হবে।

আজ শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, গুয়াহাটি উচ্চ আদালতের প্রধান বিচারপতি আরএম ছায়া, গুয়াহাটি উচ্চ আদালতের দুই বিচারপতি এন কোটেশ্বর সিংহ ও সুমন শ্যাম, রাজ্যের স্বাস্থ্যমন্ত্ৰী কেশব মহন্ত, প্ৰশান্তি মেডিক্যাল সর্ভিসেস অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের পরিচালন ন্যাসরক্ষী মনোজ ভিমানি সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে খানাপাড়ায় অসম প্ৰশাসনিক পদাধিকারী মহাবিদ্যালয়ে অসম সরকারের সংশ্লিষ্ট আধিকারিক এবং ‘প্ৰশান্তি মেডিক্যাল সাৰ্ভিসেস অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন’-এর শীর্ষ পদাধিকারীদের মধ্যে সমঝোতা চুক্তি সম্পাদিত হয়েছে।

সমঝোতা চুক্তি স্বাক্ষরের পর এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড. শর্মা বক্তৃতা পেশ করেছেন। তিনি এই সমঝোতা চুক্তির ফলে রাজ্যের হৃদরোগীরা কীভাবে উপকৃত হবেন তার বিস্তৃত ব্যাখ্যা দিয়েছেন। মুখ্যমন্ত্রী জানান, এক্ষেত্ৰে সমস্ত চিকিৎসা ব্যয় রাজকোটে অবস্থিত ‘প্ৰশান্তি মেডিক্যাল সাৰ্ভিসেস অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন’ বহন করবে। তাছাড়া রোগী এবং তাঁদের সঙ্গী অভিভাবকদের যাতায়াত ও বিবিধ খরচ অসম সরকার বহন করবে বলে জানান মুখ্যমন্ত্রী।

আজকের সমঝোতা চুক্তি স্বাক্ষর প্ৰক্ৰিয়ায় বিশেষ সহযোগিতা করার জন্য মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা গুয়াহাটি উচ্চ আদালতের প্রধান বিচারপতি আরএম ছায়া এবং ‘প্ৰশান্তি মেডিক্যাল সাৰ্ভিসেস অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন’ কর্তৃপক্ষকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।