শেষ টি-২০ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের

রাজকোট, ৭ জানুয়ারি (হি.স.) : শনিবার তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে টস জিতে রাজকোটের ব্যাটিংয়ের সহায়ক পিচে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিল ভারত। এদিন এই নির্নায়ক ম্যাচ জিততে মরিয়া টিম ইন্ডিয়া। আর ম্যাচ জিতলেই সিরিজ জিতবে পান্ডিয়া অ্যান্ড কোম্পানি। তবে শেষ ম্যাচ শ্রীলঙ্কা জেতায় এই মুহূর্তে বেশ আত্মবিশ্বাসী দাসুন শনাকারা।

আগের ম্যাচেরই ফ্ল্যাশব্যাক ঘটাতে বদ্ধপরিকর টিম শ্রীলঙ্কা। রাজকোটের উইকেট ব্যাটিং সহায়ক। প্রচুর রান হবে আশা করা হচ্ছে।তবে টসে যে দল জিতবে সেই দল ফিল্ডিং নিলে বেশি সুবিধা পাবে। কারণ রাতে শিশিরের একটা প্রভাব থাকতে পারে। বোলারদের ক্ষেত্রে বল গ্রিপ করা কঠিন হতে পারে।
ভারতের সম্ভাব্য একাদশ-ঈশান কিষাণ, শুভমান গিল, রাহুল ত্রিপাঠি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), অক্ষর প্যাটেল, উমরান মালিক, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, শিবম মাভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *