চাকরি দেওয়ার ক্ষমতা না থাকলে চেয়ার ছাড়ুন, ঝাড়খণ্ডে চাকরি প্রদানের কাজ করবে বিজেপি : অমিত শাহ

চাইবাসা, ৭ জানুয়ারি (হি.স.): ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। শনিবার ঝাড়খণ্ডের চাইবাসার একটি জনসভা থেকে অমিত শাহ বলেছেন, ঝাড়খণ্ডের যুবক ও মা-বোনদের বোনা বানানোর কাজ করা হচ্ছে। খাদ্য, কর্মসংস্থান ও শিক্ষার নামে প্রতারণা করা হচ্ছে। চাকরি দেওয়ার ক্ষমতা না থাকলে চেয়ার ছাড়ুন… ঝাড়খণ্ডে চাকরি দেওয়ার কাজ করবে বিজেপি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, বর্তমানে ঝাড়খণ্ডের আদিবাসী মহিলাদের জোর করে বিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের জমি দখল করা হচ্ছে। হেমন্ত সাহেব, ভোটব্যাংকের লোভ আদিবাসী স্বার্থের ঊর্ধ্বে হতে পারে না। ঝাড়খণ্ডের মানুষ জেগে উঠেছে এবং এখন এই অন্যায় সহ্য করা হবে না। অমিত শাহ বলেছেন, আমি ঝাড়খণ্ডের জনগণকে বলতে চাই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আগামী কয়েকদিনের মধ্যে নকশালবাদের অবসান ঘটবে এবং ঝাড়খণ্ডে উন্নয়নের নতুন পথ খুলে যাবে।