নগাঁও (অসম), ৭ জানুয়ারি (হি.স.) : নগাঁও জেলাধীন একাধিক স্থানে বুনো হাতির তাণ্ডব অব্যাহত। গতকাল শুক্রবার রাতেও নগাঁও জেলার অন্তর্গত রহার হাতিমারা, হারায়াপাড় এলাকায় বেজায় তাণ্ডব চালিয়েছে বুনোহাতির এক দল। হাতির দল লণ্ডভণ্ড করে দিয়েছে সংশ্লিষ্ট গানের পাঁচটি বসতবাড়ি।
ফলে ভুক্তভোগী গৃহস্থরা পরিবার নিয়ে বিপাকে পড়েছেন। বুনো হাতির তাণ্ডবে রহার বাসিন্দারা ভয়ে বিনিদ্র রজনী কাটাচ্ছেন। বন বিভাগ হাতিদের তাড়ানোর চেষ্টা করলেও সফল হচেছে না। রহা রাজস্ব সার্কল দফতরও বিশেষ কোনও পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের।

