পাটনা, ৭ জানুয়ারি (হি.স.): বিহারে শনিবার থেকে শুরু হয়ে গিয়েছে জাতি-ভিত্তিক সমীক্ষা। পাটন-সহ বিহারের সর্বত্রই শনিবার থেকে শুরু হয়েছে জাতি-ভিত্তিক সমীক্ষা। এদিন সকালে বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বলেছেন, বিহারে আজ থেকে শুরু হচ্ছে জাতি-ভিত্তিক সমীক্ষা। এই সমীক্ষা আমাদের বৈজ্ঞানিক তথ্য দেবে যাতে বাজেট এবং সামাজিক কল্যাণ প্রকল্পগুলি সেই অনুযায়ী তৈরি করা যেতে পারে। বিজেপি গরিব বিরোধী। তাঁরা চায় না এমনটা হোক।
উল্লেখ্য, দেশে প্রতি দশ বছর অন্তর যে আদমসুমারি হয় তাতে জাতির উল্লেখ থাকে না৷ কিন্তু, বিহার সরকার মনে করে, জাতির ভিত্তিতে জনগণনা বা জাতসুমারি প্রয়োজন৷ তাঁদের যুক্তি, এতে সমাজের সর্বস্তরে সরকারি সুযোগ-সুবিধা পৌঁছবে৷