লুকোচুরি শেষ, কানঝাওয়ালা মৃত্যু মামলায় ষষ্ঠ অভিযুক্ত তথা গাড়ির মালিক গ্রেফতার

নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.): দীর্ঘ লুকোচুরি শেষ, দিল্লির কানঝাওয়ালা মৃত্যু মামলায় ষষ্ঠ অভিযুক্ত তথা গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম-আশুতোষ। আশুতোষের গাড়ির নীচেই তরুণীকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছিল। শুক্রবার সকালে দিল্লি পুলিশ জানিয়েছে, দিল্লির কানঝাওয়ালায় ২০ বছর বয়সী তরুণী অঞ্জলির মৃত্যুর ঘটনায় ষষ্ঠ অভিযুক্ত তথা গাড়ির মালিক আশুতোষকে গ্রেফতার করা হয়েছে।

এই মামলায় এখনও পলাতক আরও এক অভিযুক্ত, তার নাম অঙ্কুশ খান্না। এর আগে স্পেশাল সিপি (আইন-শৃঙ্খলা) সাগর প্রীত হুডা জানিয়েছিলেন, কানঝাওয়ালা মৃত্যু মামলায় আশুতোষ ও অঙ্কুশ খান্না নামে দুই অভিযুক্ত পলাতক। অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে আশুতোষ। তবে, অঙ্কুশকে এখনও পাকড়াও করতে পারেনি পুলিশ।