সেনা হিসেবে আফগানিস্তানে ২৫ জনকে হত্যা করে ছিলেন, আত্মজীবনীতে প্রিন্স হ্যারি

নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.): সেনা হিসেবে আফগানিস্তানে যুদ্ধক্ষেত্রে ২৫ জনকে হত্যা করেছিলেন প্রিন্স হ্যারি । এমনই স্বীকারোক্তি প্রকাশ্যে এসেছে তার আত্মজীবনীতে। সেখানে তিনি জানিয়েছেন, আফগানিস্তানে অ্যাপাচে হেলিকপ্টার পাইলট হিসেবে কাজ করার সময় ২৫ জনকে হত্যা করেছিলেন তিনি ।

হ্যারি, ডিউক অব সাসেক্স, যিনি ২০০৭-২০০৮ সালে আফগানিস্তানে ফরোয়ার্ড এয়ার কন্ট্রোলার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১২-১৩ সালে তিনি আক্রমণকারী হেলিকপ্টার ওড়ান। ৩৮ বছর বয়সী হ্যারি স্পেয়ার নামক আত্মজীবনী প্রকাশ করতে চলেছেন আগামী সপ্তাহে। এতে তার পাইলট জীবনের ছয়টি মিশনের কথা উল্লেখ করেছেন।

হ্যারি বলেন, এই কৃতকর্মের জন্য তিনি লজ্জিত বা গর্বিত কোনওটিই নন। লক্ষ্যকে শেষ করে দেওয়া দাবার ছক থেকে গুটি সরানোর মতই । হ্যারি লিখেছেন, আমার সংখ্যা ২৫। এতে সন্তুষ্ট হওয়ার কিছু নেই। তবে এটি আমাকে লজ্জিত করেন না। গার্ডিয়ান তাদের প্রতিবেদনে লিখেছে, প্রিন্স হ্যারির স্ত্রী মেগানকে নিয়ে এই দম্পতির দ্বন্দ্ব এই বইয়ে উঠে এসেছে। –