মুখ্য সচিবদের জাতীয় সম্মেলনে পৌরহিত্য প্রধানমন্ত্রীর, নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.): মুখ্য সচিবদের জাতীয় সম্মেলনে পৌরহিত্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩ দিনের এই সম্মেলন শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। বিভিন্ন রাজ্যের মধ্যে সমন্বয় বজায় রেখে দ্রুত অর্থনৈতিক উন্নতি লাভ করার লক্ষ্যে সম্মেলনে মূলত আলোচনা হয়েছে। বিকশিত ভারত ও সমৃদ্ধশালী ভারত গড়ার জন্য নানা পন্থা পদ্ধতি নিয়েও মত বিনিময় করেছেন বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবরা।

কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি, মুখ্য সচিব এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ডোমেইন বিশেষজ্ঞদের সমন্বয়ে দুই শতাধিক মানুষ এই সম্মেলনে অংশ নিয়েছেন। সম্মেলন চলাকালীন ছয়টি চিহ্নিত বিষয়ের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এগুলি হল এমএসএমই, পরিকাঠামো, এবং বিনিয়োগের উপর জোর দেওয়া, কমপ্লায়েন্স কম করা, মহিলাদের ক্ষমতায়ন, স্বাস্থ্য ও পুষ্টি এবং দক্ষতা উন্নয়ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *