রায়পুর, ৬ জানুয়ারি (হি.স.): শুক্রবার সকালে ছত্তিশগড়ের রাজধানী রায়পুর সহ বেশ কয়েকটি জেলায় বিল্ডার, পরিবহণকারী এবং কয়লা ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালাল আয়কর বিভাগের দল। দলটিতে ৫০টিরও বেশি আয়কর আধিকারিক এবং ৭০ জন নিরাপত্তা কর্মী রয়েছে। প্রায় ২০টি জায়গায় এই অভিযান চলছে। রায়পুর, দুর্গ, ভিলাই ইত্যাদি জায়গায় এই অভিযান চালান হয়েছে।
রায়পুরে আরকে রোডওয়েজ, স্বস্তিক গ্রুপ এবং বনসাল ইনফ্রা প্রাইভেট লিমিটেডে অভিযান চালানো হয়েছে। সরবরাহকারী ও অর্থ ব্যবসায়ী কমলেশ বৈধের বাড়িতে অভিযান চালান হয়েছে। আর কে রোডওয়েজ সিমেন্টের বড় ব্যবসা করে। এছাড়াও স্বস্তিক গ্রুপের নরেন্দ্র আগরওয়াল, রোশবে রিসোর্টের আশিস আগরওয়াল, জগদীপ বনসাল, সহেলি জুয়েলার্স দুর্গ এবং শ্রী স্বস্তিক গ্রুপের সুনীল সাহুকেও তদন্ত করা হচ্ছে।

