ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারি।। রঞ্জি ম্যাচের চতুর্থ দিনটাও পুরোপুরি ভেস্তে গেছে। তৃতীয় দিনের মতো আজ, শুক্রবার অন্তিম দিনেও ফটোমিটার নির্ণায়কের ভূমিকা পালন করেছে। ব্যাট-বল নামাতে হয়নি। খেলা হয়নি এক বলও। পুরো দুইদিন এভাবে নিষ্ফলা কেটে যাওয়ায় কার্যত ত্রিপুরা চন্ডিগড়ের ম্যাচটি অসম্পূর্ণ অবস্থায় ড্র তে নিষ্পত্তি হয়েছে প্রথম ইনিংসের খেলা শেষ না হওয়ায় দু’দল এক-এক করে পয়েন্ট ভাগ করে পেয়েছে। কুয়াশা ও মন্দ আলোর জন্য রঞ্জি ম্যাচের তৃতীয় দিনের মতো চতুর্থ দিন পুরোটাই ভেস্তে গেছে। আগরতলার এমবিবি স্টেডিয়ামে রঞ্জি ট্রফির ত্রিপুরা বনাম চন্ডিগড় ম্যাচের খেলা চলছিল। প্রথম দিনেই অনেকটা দেরিতে ম্যাচ শুরু হলেও শেষও হয়েছে নির্ধারিত সময়ের আগে। দ্বিতীয় দিনেও প্রকৃতির প্রতিকূল আচরণে প্রায় পুরো দিন নষ্ট হলেও ২৯ ওভার ম্যাচ চালানো সম্ভব হয়েছিল। ইতিমধ্যে চন্ডিগড়ের মনন ভোরা ২০০ রান পূর্ণ করে নিয়েছে। কুনাল মাহাজনও ব্যক্তিগত ১৬২ রান হাতে নিয়ে দ্বিশত রানের অপেক্ষমাণের তালিকায় ছিল। উল্লেখ্য, ৩ জানুয়ারি, মঙ্গলবার ম্যাচ শুরুতে টস জিতে ত্রিপুরা প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নেয়। চন্ডিগড়কে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালে দুদিনে চন্ডিগড় ১১৪ ওভার ৪ বল খেলার সুযোগ পায়। ইতিমধ্যে ৩ উইকেট হারিয়ে ৪৫৫ সংগ্রহ করে নিয়েছে। দলের পক্ষে মনন বোড়া ঠিক ২০০ রান সংগ্রহ করে অভিজিৎ সরকারের বলে ঋদ্ধিমানের হাতে কট বিহাইন্ড হয়ে পেভেলিয়ানে ফিরেছিলেন। কোনাল মহাজন ১৬২ রান নিয়ে পরপর দুইদিন দুইশত রানের লক্ষ্যে অপেক্ষমানের তালিকায় থাকলেও কার্যত আর হয়ে ওঠেনি। শেষ পর্যন্ত অসম্পূর্ণ ম্যাচ ড্র-তে নিষ্পত্তি ঘোষণা হয়। ত্রিপুরা ও চন্ডিগড় ১-১ করে পয়েন্ট পেয়েছে।
2023-01-06