প্রবল শীতে কাঁপছে বাংলাদেশ, এক সপ্তাহে মৃত্যুর কবলে ১৫ শিশু

ঢাকা, ৬ জানুয়ারি (হি.স.): প্রবল শীতে কাঁপছে বাংলাদেশ। দেশজুড়ে বইছে শৈত্যপ্রবাহ। ইতিমধ্যে শীতজনিত অসুস্থতার কারণে রংপুর মেডিক্যালে এক সপ্তাহে ১৫ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশের পশ্চিমের জেলা যশোরে ৯ ডিগ্রি সেলসিয়াস এবং রাজধানী ঢাকায় তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আরও কয়েকদিন গোটা দেশে এমন তীব্র ঠান্ডা থাকবে।

আবহাওয়া দফতরের আধিকারিক ড. মহম্মদ আবুলকালাম মল্লিক এই সমস্ত তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “উচ্চচাপ বলয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ জুড়ে অবস্থান করছে। ফলে উত্তর-পশ্চিম থেকে হিমেল বাতাস বাংলাদেশের দিকে প্রবাহিত হওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়। কয়েকদিন মধ্যরাত থেকে দীর্ঘ সময় ধরে কুয়াশা রয়েছে। দিনে সূর্যের আলো ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে পারে না। গড় তাপমাত্রা কমে যাওয়ার কারণে ঠান্ডার তীব্রতা রয়েছে।”
এদিকে, দেশের উত্তরের জেলা রংপুরে শীতজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা ক্রমে বাড়ছে। নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্ট, জ্বর, সর্দি-সহ বিভিন্ন রোগে আক্রান্ত শিশুদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হচ্ছে। ভর্তি হওয়া শিশুদের মধ্য থেকে এক সপ্তাহে ১৫ শিশু ও নবজাতকের মৃত্যু হয়েছে। যা সপ্তাহে স্বাভাবিক মৃত্যুর চেয়ে দ্বিগুণ। এদের বয়স এক মাস থেকে তিন বছরের মধ্যে।