পরিকাঠামো উন্নয়নমূলক কাজের জন্য যাত্রীবাহী কয়েকটি ট্রেন বাতিল

গুয়াহাটি, ৫ জানুয়ারি (হি.স.) : পশ্চিম-মধ্য রেলওয়ের জয়পুর ডিভিশনের অধীনে খাতিপুরা স্টেশনে প্রি-নন ইন্টারলকিং ও নন ইন্টারলকিং কাজের পরিপ্রেক্ষিতে কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে।

এক প্রেসবার্তায় উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে যে কয়টি ট্রেন পরিষেবার বাতিল করা হয়েছে সেগুলি যথাক্রমে ৬, ৮, ১০, ১৩, ১৫ এবং ১৭ জানুয়ারি রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ১৫৭১৫ কিষাণগঞ্জ-আজমের জংশন গরিব নওয়াজ এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।

এছাড়া ৯, ১০, ১২, ১৬, ১৭ এবং ১৯ জানুয়ারি রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ১৫৭১৬ আজমের জংশন-কিষাণগঞ্জ গরিব নওয়াজ এক্সপ্রেস ট্রেনও বাতিল করেছে কর্তৃপক্ষ।