নয়াদিল্লি, ৫ জানুয়ারি (হি.স.): জল সংরক্ষণের জন্য শুধুমাত্র সরকারের প্রচেষ্টাই যথেষ্ট নয়, জনগণের অংশগ্রহণও অত্যন্ত জরুরি। এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, জল সংরক্ষণের জন্য জনগণের অংশগ্রহণের নতুন অধ্যায় সমাজের সকল স্তরের একাধিক স্টেকহোল্ডারকে নিয়ে শুরু করতে হবে। বৃহস্পতিবার সকালে মধ্যপ্রদেশের ভোপালে, জল সংক্রান্ত সর্বভারতীয় বার্ষিক রাজ্য মন্ত্রীদের সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, জল সংরক্ষণের জন্য জনগণের অংশগ্রহণের চিন্তা জনমনে জাগ্রত করতে হবে। আমরা এই লক্ষ্যে যত বেশি প্রচেষ্টা করব, তত বেশি ফলাফল পাওয়া যাবে।
উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের দেশে দ্রুততার সঙ্গে নগরায়ন বাড়ছে এবং নগরায়নের গতি যখন এমন হয়, তখন আমাদের জলের বিষয়ে খুব গুরুত্ব সহকারে ভাবা উচিত। তিনি বলেছেন, শিল্প ও কৃষি সেক্টরে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন, তাই আমাদের উচিত এই দু’টি সেক্টরে সচেতনতা তৈরি করা। প্রধানমন্ত্রী এদিনের সম্মেলনে আরও বলেছেন, সরকার এবারের বাজেটে সার্কুলার ইকোনমিতে ব্যাপক জোর দিয়েছে। জল সংরক্ষণে বৃত্তাকার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।