আমবাসায় প্রীতি ক্রিকেট : জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের জয় অব্যাহত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারি।। সাংবাদিক ক্রিকেটারদের বিজয় রথের গতি যেন ক্রমশঃ বেড়েই চলেছে। আমবাসা জার্নালিস্ট টিমকে এবারও হারালো জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব। প্রীতি ক্রিকেট হলেও ক্রমান্বয়ে জয়ের মধ্যে থেকে অনাবিল আনন্দ উপভোগ করছে আগরতলার সাংবাদিক বিনোদন ক্লাব। সকালের ট্রেনে আমবাসায় পৌঁছে বেলা এগারোটায় ম্যাচ শুরুতে টস জিতে জেআরসি’র অধিনায়ক সুব্রত দেবনাথ বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে স্বাগতিক আমবাসা জার্নালিস্ট টিমকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। রোমাঞ্চকর ম্যাচে আমবাসা জার্নালিস্ট টিম ১৪ ওভার ৩ বল খেলে ৬৪ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে মানিক লাল আহির সর্বাধিক ২৫ রান পায়। জেআরসি-র বোলার দিব্যেন্দু দে ১৪ রানে তিনটি এবং বিশ্বজিৎ দেবনাথ ও সায়ন দাস দুটি করে উইকেট তুলে নেয়। এছাড়া, প্রসেনজিৎ সাহা ও সুকান্ত সাহা পেয়েছে একটি করে উইকেট। প্রত্যুত্তরে ব্যাট করতে নেমে সফরকারি জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব ৮ ওভার ৩ বল খেলে পাঁচ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে প্রিয়াংশ মিত্রের অপরাজিত ২২ এবং বিশ্বজিৎ দেবনাথের অপরাজিত ১৩ রান উল্লেখযোগ্য। আমবাসা জার্নালিস্ট টিমের মানিক ৪টি উইকেট পায়। ব্যাটে বলে অনবদ্য অলরাউন্ড পারফরম্যান্সের নিরিখে বিশ্বজিৎ দেবনাথ পেয়েছে ম্যান অব দ্যা ম্যাচের সদৃশ্য ট্রফি। জেআরসি-র বাপন দাস, তাপস দেব, সুব্রত দেবনাথ, কৌশিক সমাজপতি ও মিল্টন ধর প্রত্যেকেই দারুন পারফরম্যান্স করেছে। সাপোর্ট স্টাফ হিসেবে ছিলেন সবুজ খান। দুই জেলার সাংবাদিক ক্রিকেটারদের রোমাঞ্চকর প্রীতি ক্রিকেট ম্যাচ দেখতে এসডিপিও সুমন মজুমদার, ওসি বিশ্বজিৎ দেববর্মা প্রমূখ উপস্থিত ছিলেন। খেলা শেষে মাঠেই আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে সম্মানিত অতিথি আমবাসা পুর পরিষদের কাউন্সিলর সুমন দেবনাথ, সমাজসেবী শ্রীমতি মনীষা বিশ্বাস, প্রাক্তন ক্রিকেটার ও আম্পায়ার রাজেশ সূত্রধর, জেআরসি-র প্রেসিডেন্ট তথা সিনিয়র সাংবাদিক সুপ্রভাত দেবনাথ প্রমুখ বিজয়ীদের হাতে সুদৃশ্য ট্রফি তুলে দেন। আয়োজকদের পক্ষ থেকে দু’দলের প্রত্যেক খেলোয়াড়কেও স্মারক ট্রফি দিয়ে সম্মানিত করা হয়। ম্যাচ পরিচালনায় আম্পায়ার হিসেবে বাপ্পি ধর ও পল্লব চক্রবর্তীর ভূমিকাও অনস্বীকার্য। রোমাঞ্চকর প্রীতি ক্রিকেট ম্যাচ দারুণভাবে শেষ হওয়ায় দু’দলের অধিনায়ক সুব্রত দেবনাথ ও পরাশর বিশ্বাস এবং দুরাভাষে জেআরসি’র সচিব অভিষেক দে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং আগামী দিনেও এধরনের ম্যাচ অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *