একাধিক বিস্ফোরণের কেঁপে উঠল কাবুলে: রিপোর্ট

কাবুল, ৪ জানুয়ারি (হি.স.): বুধবার আফগানিস্তানের রাজধানী কাবুলে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। আফগান বার্তা সংস্থা জানিয়েছে, রাজধানীতে বিস্ফোরণের বিষয়ে তালেবান কর্তারা এখনও কোনো মন্তব্য করেননি।

জানা গিয়েছে, রবিবার কাবুল সামরিক বিমানবন্দরে একটি বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত এবং আরও আটজন গুরুতর আহত হওয়ার মাত্র তিন দিন পর এই বিস্ফোরণ ঘটল৷ তালেবান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি টাক্কুর বলেছেন, কাবুলে সামরিক বিমানবন্দরের প্রধান ফটকের কাছে বিস্ফোরণে আহত হয়েছে।

গত মাসে কাবুলের কেন্দ্রস্থলে চিনা মালিকানাধীন একটি হোটেলে হামলা চালানো হয়। ২০২১ সালের আগস্টে তালেবানরা আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকে ইসলামিক স্টেটের আফগান শাখার সাথে যুক্ত সশস্ত্র গোষ্ঠীগুলি জাতিগত আফগান শিয়া, সুফি এবং অন্যান্যদের লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *