নয়াদিল্লি, ৪ জানুয়ারি (হি.স.): নক্কারজনক ঘটনা ঘটল এয়ার ইন্ডিয়ার বিমানে। নিউইয়র্ক-দিল্লি বিমানের বিজনেস ক্লাসে মহিলা যাত্রীর শরীরে প্রস্রাব করলেন পুরুষ সহযাত্রী, এই ঘটনায় এয়ার ইন্ডিয়ার কাছে রিপোর্ট চাইল ডিজিসিএ। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে বুধবার জানানো হয়েছে, গত ২৬ নভেম্বর এয়ার ইন্ডিয়ার বিজনেস ক্লাসে একজন পুরুষ যাত্রী মহিলা সহ-যাত্রীর শরীরে প্রস্রাব করেছিলেন। বিমানটি জেএফকে (ইউএস) থেকে দিল্লি যাওয়ার পথে ২৬ নভেম্বর ঘটনাটি ঘটেছিল, এই ঘটনার প্রেক্ষিতে এয়ার ইন্ডিয়া পুলিশে অভিযোগ জানিয়েছে।এয়ার ইন্ডিয়া এই ঘটনায় একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করেছে এবং ওই পুরুষ যাত্রীকে ”নো-ফ্লাই লিস্ট”-এ রাখার সুপারিশ করেছে, বিষয়টি সরকারি কমিটির অধীনে রয়েছে এবং সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়ার কাছে এই ঘটনায় রিপোর্ট চেয়েছে ডিজিসিএ। ডিজিসিএ জনিয়েছে, এয়ারলাইনের পক্ষ থেকে রিপোর্ট চেয়েছি আমরা। কেউ দোষী প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
2023-01-04