BRAKING NEWS

সাংসদ বিপ্লব দেবের জামজুড়িস্থিত বাড়িতে দুসৃকতীদের হামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারী৷৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবের জামজুড়ি স্থিত বাড়িতে কমিউনিস্ট আশ্রিত দুষৃকতীদের আক্রমন৷ আগামীকাল শ্রী দেবের বাবা হিরুধন দেবের বাৎসরিক কাজ৷ এই উপলক্ষে রাজ্যের ও বহিঃরাজ্যের সাধু সন্তদের উপস্থিতিতে হবে পূজার্চনা৷ তারই প্রস্তুতি চলছিল৷ এরই মাঝেই আচমকা একদল দুষৃকতী অতর্কিতে হামলা চালায় বলে জানা যায়৷ ভাঙচুর করা হয় গাড়ি, সুকটি বাইক৷ প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে আক্রমণের ঘটনায় হতচকিত সাধারণ মানুষ৷
উল্লেখ্য আজই সিপিআইএম বিধায়ক রতন ভৌমিক এই এলাকায় সাংগঠনিক বৈঠক করেন৷ তার পর পরই এই আক্রমণের ঘটনা বলে জানা গেছে ৷ বিপ্লব কুমার দেবের বাড়িতে হতে চলা এদিনের অনুষ্ঠান সম্পর্কে সবাই জানতেন৷ তাই, এই দিনটিকে বাছাই করেই আক্রমণের ছক কষা হয় বলে, মনে করা হচ্ছে৷
বিপ্লব কুমার দেবের বাবা হিরুধন দেব, ছিলেন জন সংঘের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য৷ বিজেপির সাংগঠনিক বিস্তারে হিরুধন দেবের অবদানের কথা টুইট করে, প্রশংসা করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ হরিয়ানার প্রভারীর মত গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদানের মাধ্যমে বিপ্লব কুমার দেবের জনপ্রিয়তায় সীল মোহর দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব ও প্রধানমন্ত্রী৷
বহু প্রয়াসের পরেও বিপ্লব কুমার দেবের জনপ্রিয়তায় চির ধরাতে না পেরে, অবশেষে রাজনৈতিক প্রতিহিংসার পথ অবলম্বন করলো বিরোধীরা৷ তবে ঘটনাটিকে, রাজ্যের শান্তির বাতাবারণকে বিঘ্নিত করতে, এটি কমিউনিস্টদের সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত ঘটনা বলেই মনে করছে রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *